ঝুম বৃষ্টি
ঝুম বৃষ্টি
টিনের চালে
ঝুমুর ঝুমুর ছন্দে,
ঝুম বৃষ্টি
গাছের ডালে
কদম ফুলের গন্ধে।
ঝুম বৃষ্টি
ব্যাঙ মশাইয়ের
ঘ্যাঙর ঘ্যাঙর শব্দে,
ঝুম বৃষ্টি
পাড়া-গাঁয়ের
সকাল-সন্ধ্যা অব্দে।
ঝুম বৃষ্টি
নদী-নালায়
জলে থৈথৈ,
ঝুম বৃষ্টি
দস্যিপনায়
চলে হৈচৈ।
ঝুম বৃষ্টি
ধুম পড়ে যায়
জাল বোনায়,
ঝুম বৃষ্টি
বিল ভরে যায়
মাছ পোনায়।