চুরির অভিযোগে ৩ শিশুকে বেঁধে বেধড়ক পিটুনি
সিলেটে চুরির অভিযোগে শিশু রাজন হত্যার মাত্র বছর পেরোল। ওই হত্যা আলোড়ন তুলেছিল সারা দেশে। সামান্য চুরির অভিযোগে নির্মম ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছিল সিলেট বিভাগসহ গোটা দেশ। কিন্তু ওই ঘটনার বছর না পেরুতেই প্রায় একই রকমভাবে চুরির অভিযোগে তিন শিশুকে বেঁধে নির্মম মারের ঘটনা ঘটেছে সিলেটের পাশের জেলা হবিগঞ্জে।
পুলিশ সূত্র জানায়, আজ বুধবার সকাল ৭টার দিকে হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় মোবাইল চুরির অভিযোগে ৩ শিশুকে আটক করে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। ওই এলাকার ধানচাল ব্যবসায়ী শাহ আলম এই মারধর করেন। পরে মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা। ফেসবুকে এ ঘটনায় নিন্দার ঝড় উঠে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের জিম্মায় শিশুদের ছেড়ে দেওয়া হয়।
কিন্তু শিশুদের অভিভাবকরা থানায় মামলা করতে গেলে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই)রাজকুমার মামলা নেননি বলে অভিযোগ করে শিশুদের পরিবার। বিষয়টি হবিগঞ্জের সর্বত্র ছড়িয়ে শহরে ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে রাত ৮টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলমকে গ্রেপ্তার করে।
এরপর ৩ শিশুকে মারধর ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করে ছেড়ে দেওয়ায় হবিগঞ্জ সদর থানার এসআই রাজকুমারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, নির্যাতনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না নেওয়ায় এসআই রাজকুমারকে ক্লোজড করা হয়েছে।