হবিগঞ্জে শিক্ষিকা ও শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার তিন
হবিগঞ্জে একটি স্কুলের প্রধান শিক্ষিক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপির নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বানিয়াচঙ্গ থানার উপপরিদর্শক ওমর ফারুক হবিগঞ্জ শহরের থানা রোড থেকে এই তিনজনকে গ্রেপ্তার করেন। এঁরা হলেন - উত্তর সাঙ্গর গ্রামের শেখ কবির মিয়া, আক্রম আলী ও করম আলী। এঁদের মধ্যে কবির মিয়া স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং আক্রম ও করম আলী এলাকার প্রভাবশালী ব্যক্তি।
বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, গত ২২ জুলাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করার সময় এই তিন ব্যক্তি বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গুরুগৃহ প্রাইমারি স্কুলে ঢুকে চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা না দেওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও শিক্ষক/শিক্ষিকাদের লাঞ্ছিত করেন।
এ ঘটনায় গতকাল বুধবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারুল রানী দাস বাদী হয়ে বানিয়াচঙ্গ থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আজ শেখ কবির মিয়া, আক্রম আলী ও করম আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
এ ব্যাপারে উত্তর সাঙ্গর গুরুগৃহ প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারুল রানী দাস জানান, চাঁদা না দেওয়ায় তিন ব্যক্তি তাঁকেসহ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করে। পরে তিনি বাদী হয়ে মামলা করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন এই শিক্ষিকা।