ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ শ্রমিকদের কর্মবিরতি শুরু
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানির আওতায় নেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার সকাল থেকে ঠাকুরগাঁও বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয়ে এ কর্মবিরতি শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
রোববার রাত ১২টার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানির আওতায় চলে যাবে সরকারের এমন ঘোষণার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দেয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারি ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর হক বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক আজ থেকে আমরা কর্মবিরতি পালন করা শুরু করেছি। আমরা কোম্পানির আওতায় কাজ করতে চাই না। তাই আমাদের এই কর্মসূচি।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এখন কোথাও বিদ্যুতের কোনো সমস্যা হলে আমরা তা সমাধান করব না। আমাদের দাবি মেনে না নিলে আমরা কেন্দ্রের নির্দেশে আরো কঠোর কর্মসূচিতে যাব।