হবিগঞ্জে ৪ শিশু হত্যা : ৩ পলাতক আসামির মালামাল ক্রোক
হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার পলাতক তিন আসামির মালামাল ক্রোক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেনের নেতৃত্বে পুলিশ পলাতক আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসে। এ সময় মালামাল ক্রোক করা আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়ে।
আর আগে গত ২৫ জুলাই হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন আসামিদের মালামাল ক্রোকের আদেশ দেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, আদালতের নির্দেশে চাঞ্চল্যকর এই মামলার পলাতক তিন আসামির মালামাল ক্রোক করা হয়েছে। পাশাপাশি তিন আসামিতে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্তাদির হোসেন চার শিশু হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে চার শিশু নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পাঁচদিন পর বাড়ির অদূরে বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।