পিটুনিতে শিশুর মৃত্যু, বাবা আটক
হবিগঞ্জের মাধবপুরে মারধরের কারণে রাজু মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। আর রাজুকে মারধর করার অভিযোগ উঠেছে রাজুর বাবা আবদুল বারেকের বিরুদ্ধে। বারেককে আটক করেছে মাধবপুর থানার পুলিশ।
গতকাল রোববার বিকেলে মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার শিশুটি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পুলিশ জানায়, আবদুল বারেকের ছেলেশিশু রাজু মিয়া দুষ্টুমি করায় তার বাবা তাকে মারধর করেন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাজুর অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
সোমবার দুপুরে রাজুর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ তার বাড়িতে গিয়ে শিশুটির বাবা আবদুল বারেককে আটক করে থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, নিহত শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আটক বারেক একজন মাদকাসক্ত। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজুর ময়নাতদন্তকারী চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ দাস জানান, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে।