বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন : গওহর রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ, তা অর্জনে অংশীদার হিসেবে পাশে থাকবে চীন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন ফাউন্ডেশন ফর ফিউচারের উদ্বোধন ও লোগো উম্মোচন অনুষ্ঠানে ড. রিজভী এ আশাবাদ জানান।
ড. গওহর রিজভী আরো বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ৪০ বছরের হলেও মূলত এই সম্পর্ক ঐতিহাসিক। এই দুই দেশের তরুণ প্রজন্মই আগামীতে উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করবে বলেই মনে করেন তিনি। বাংলাদেশ-চীন ফাউন্ডেশন ফর ফিউচারের চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংজিয়াং। আগামী অক্টোবর মাসে চীনা রাষ্ট্রপতির বাংলাদেশ সফর সফল করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।