হবিগঞ্জে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে, আহত ৭
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সেনা কর্মকর্তার স্ত্রী, সেনা সদস্যসহ সাতজন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ গোলচত্বরে ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সেনাবাহিনীর সৈনিক নোমান সাংবাদিকদের জানান, আজ ঢাকা থেকে সেনাবাহিনীর দুটি বাস ও একটি জিপে করে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও সেনা সদস্যরা সিলেট যাচ্ছিলেন। বিকেলে তাঁদের গাড়ি বহর শায়েস্তাগঞ্জ গোলচত্বরে আসামাত্র একটি ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির আরোহীরা কমবেশি আহত হন। গুরুতর আহত সাতজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।
এরা হলেন সিলেট ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল মমিনের স্ত্রী সাবরিনা জেসমিন, সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মাইদুল ইসলাম, সৈনিক নোমান, সেনাবাহিনীর গাড়িচালক বাবুল মিয়া প্রমুখ।
খবর পেয়ে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ও হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম হাসপাতালে আহতদের দেখতে যান।
এদিকে আহত সাবরিনা জেসমিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক বজলুর রহমান।