হবিগঞ্জে শিশুদের খেলা নিয়ে বড়দের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে শিশুদের বাকবিতণ্ডা ও ঝগড়াঝাটিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে গ্রামের দুটি পক্ষের লোকজন। এ সময় অন্তত ৫০ জন আহত হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার শিবপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এবং ছয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান ও শিবপাশা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পুলিশ কর্মকর্তাই জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে শিবপাশা গ্রামের তাহের মিয়ার ছেলে আবদুল হালিম ও আবুল হাশেমের ছেলে মুর্শেদ মিয়ার মধ্যে ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পরবর্তী সময়ে শিশুদের ঝগড়া নিয়ে উভয় পরিবারের লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পরিবারের স্বজনরা পরস্পরের পক্ষ নিয়ে অবস্থান নেয়। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার দুপুরে বিরোধ নিষ্পত্তির জন্য সালিস বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে তাহের মিয়ার লোকজন আবুল হাশেম মিয়ার একটি মুরগির ফার্ম ভাঙচুর করে। এ ঘটনার পরই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। এদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাহের মিয়া, রাহিবুল মিয়া, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, লোকমান মিয়া, আব্দ্ল কাইয়ূমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।