হবিগঞ্জে এটিএম বুথে মিলল নিরাপত্তা রক্ষীর লাশ
হবিগঞ্জে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে পূবালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার এটিএম বুথ থেকে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর থানার পুলিশ।
নিহত নিরাপত্তারক্ষীর নাম আবদুল হক (৪০)। তিনি হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের বাসিন্দা। গত প্রায় ছয় মাস ধরে আবদুল হক ওই এটিএম বুথের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে আবদুল হক এটিএম বুথে দায়িত্ব পালন করতে শুরু করেন। বেলা ২টার দিকে এক ব্যক্তি বুথে টাকা তুলতে এসে তাঁর লাশ দেখতে পান। বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে দেখা গেছে নিহত আবদুল হকের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কী কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়ার জন্য লাশটি ময়নাতদন্ত করতে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় বুথের বা ব্যাংকের কোনো কিছু খোয়া যায়নি বলে পুলিশকে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।