গুগল নিয়ে আসছে পিক্সেল স্মার্টফোন
আসছে গুগলের নতুন স্মার্টফোন ‘পিক্সেল’। আগামী ৪ অক্টোবর উন্মুক্ত করা হবে ফোনটি। এক ভিডিও টিজারের মাধ্যমে এ খবর জানিয়েছে গুগল। এর আগে নেক্সাস ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে ছেড়েছিল গুগল।
তাই পিক্সেল স্মার্টফোনে নতুন কী থাকছে তা নিয়ে প্রযুক্তি বিশ্বের মানুষে আগ্রহ তৈরি হয়েছে। আগেভাগেই যেসব গুজব শোনা যাচ্ছে তার ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফার্স্ট পোস্ট।
এর আগে গুগলের নেক্সাস ফোনের ডিজাইন করেছে এইচটিসি, এলজি, স্যামসাংয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে শোনা যাচ্ছে, এবার পিক্সেল স্মার্টফোনের ডিজাইন করেছে গুগল।
পিক্সেল স্মার্টফোনে থাকতে পারে পাঁচ ইঞ্চির স্ক্রিন। পিক্সেল এক্সএল মডেলের স্মার্টফোনে থাকতে পারে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চির স্ক্রিন। ফোনের ডিসপ্লেতে রয়েছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের কোয়াড এইচডি ডিসপ্লে।
পিক্সেলের স্মার্টফোনগুলো চলবে অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যানড্রয়েড নুগাট ৭ দশমিক ০ অপারেটিং সিস্টেমে। ফোনটিতে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। থাকতে পারে ইউএসবি টাইপ-সি পোর্ট।
বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ফোনটিতে থাকবে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। পিক্সেল ফোনে থাকতে পারে ২৭৭০ এমএএইচের ব্যাটারি। আর পিক্সেল এক্সএল ফোনে থাকতে পারে ৩৪৫০ এমএএইচের ব্যাটারি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকবেঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ফোন দুটিতে থাকতে পারে ১ দশমিক ৫৯ গিগাহার্জের কোয়াড-কোর কোয়ালকম প্রসেসর ও ৪ জিবি র্যাম।
ইন্টারনাল স্টোরেজ শুরু হবে ৩২ জিবি দিয়ে। এ ছাড়া ১২৮ জিবি ও ২৫৬ জিবির দুটি আলাদা সংস্করণ থাকতে পারে। পিক্সেল ফোন দুটির দাম শুরু হতে পারে ৬৫০ মার্কিন ডলার থেকে।