গাইবান্ধায় যুবককে গলা কেটে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্জয় চাকী (২০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুর্জয় গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রয়াত উজ্জ্বল চাকীর ছেলে। তাঁকে হত্যায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় লোকজন আরিফ নামের এক যুবককে ধারালো চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক আরিফের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের বারোকিটরী গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ঝিলপাড়ার বাসার সামনে কিছু দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্জয় চাকীকে। এ সময় দুর্জয়ের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।