শক্তিশালী ব্যাটারির অ্যালকাটেল পিক্সি ৪ প্লাস
অ্যালকাটেলের জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পিক্সি। এই সিরিজেরই নতুন একটি স্মার্টফোন ছাড়া হয়েছে বাজারে। অ্যালকাটেল পিক্সি ৪ প্লাস পাওয়ার নামের এই স্মার্টফোনটির সবচেয়ে বড় সুবিধা এর শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে যোগ করা হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ফোনের পাশাপাশি এটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করতে পারবে। ফলে একইসঙ্গে অন্যান্য ফোনগুলোতে চার্জ দেওয়া যাবে এই ফোনটি দিয়ে।
কালো এবং সাদা এই দুই রঙে ছাড়া হয়েছে ফোনটি। তবে এর ব্যাকপ্যানেল নীল, সবুজ, কমলা রঙে বদলে ফেলা যাবে। তবে ফোনটি কবে বাজারে আসবে বা এর দাম কত সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি অ্যালকাটেলের পক্ষ থেকে।
ডুয়েল সিমের পিক্সি ৪ প্লাস পাওয়ার ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির (৭২০x১২৮০ পিক্সেলস) আইপিএস ডিসপ্লে। তবে এর প্রসেসরের ব্যাপারে কোনো তথ্য জানায়নি অ্যালকাটেল।
স্মার্টফোনটিতে ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে এর মেমোরি বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই রয়েছে ফ্ল্যাশ।
অ্যালকাটেলের পক্ষ থেকে বলা হয়েছে এর ৫০০০ এমএএইচ এর ব্যাটারি টানা দুইদিন চার্জ ধরে রাখবে। একবার চার্জ দিলে ২২ ঘণ্টা নির্বিঘ্নে ওয়া-ফাই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে ফোনটি দিয়ে।
কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে রয়েছে থ্রিজি, জিপিআরএস/এজ. ওয়াই-ফাই (৮০২.১১ বি/জি/এন), ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ভি৪ দশমিক ০, জিপিএস এবং মাইক্রো-ইউএসবি ২ দশমিক ০।