৮ ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল স্বাভাবিক
আট ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার শাহজিবাজার ও সুতাং রেলস্টেশনের মধ্যবর্তী সুরাবই এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করলে বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান শাহজিবাজার রেলওয়ে স্টেশনমাস্টার মোয়াজ্জল হোসেন।
স্টেশনমাস্টার জানান, দুর্ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত নোয়াপাড়া রেলস্টেশনে এবং সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আটকা পড়ে।
ফেঞ্চুগঞ্জ থেকে সার বোঝাই করে ট্রেনটি ভৈরব যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।