ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বঙ্গববন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ।
আজ রোববার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ টুর্নামেন্টের আয়োজন করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু হারেছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালিয়াডাঙ্গী উপজেলা দল ২-০ গোলে পীরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।
বিকেলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। খেলায় হরিপুর উপজেলা দল ৩-১ গোলে রানীশংকৈল উপজেলা দলকে পরাজিত করে।
এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার পাঁচটি দল অংশ নিচ্ছে।