ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে রানীশংকৈল উপজেলা ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। উভয়েই সাইকেলে করে গন্তব্যস্থলে যাচ্ছিলেন।
নিহতরা হলেন রানীশংকৈল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র কাজল (১৮) ও শহরের সরকারপাড়া এলাকার আক্তারের ছেলে আসাদ খান মুন্না (৩৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট নামক এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী আসাদ খান মুন্না মারা যান।
অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে রানীশংকৈল ডিগ্রি কলেজের ছাত্র কাজল সাইকেলে করে কলেজে আসছিলেন। পথে শিবদিঘী নামক এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ওই কলেজছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ছাত্রের মৃত্যু হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।