রংপুরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ধর্ষণে জড়িতদের শাস্তি দাবি
রংপুর নর্দার্ন নার্সিং ইনস্টিটিটিউটের দুই ছাত্রীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. পরিমল মজুমদার, জাগো রংপুরের আহ্বায়ক ডা. সৈয়দ মামুনুর রহমান, জাসদ নেতা তানভীর আহমেদ, বাসদের জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস।
বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তুমূলক বিচারের দাবি জানান।
গত ২৭ অক্টোবর রাতে নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রীকে গণধর্ষণ করে পাঁচ বখাটে। গতকাল পাঁচজনকে আসামি করে রংপুর কোতয়ালী থানায় মামলা করা হয়। এদের মধ্যে আলমগীর নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও অন্য চারজন পলাতক।