খোয়াই নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপরে
হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পায়।
আজ সোমবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপৎসীমার ৯ দশমিক ৫ মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর পর থেকে হঠাৎ করেই খোয়াই নদীর পানি বাড়তে থাকে।
আজ সকাল ৮টায় বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দুপুর ১টায় পানি বেড়ে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
হবিগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. আবদুল মান্নান জানান, নিম্নচাপে বাংলাদেশের উজানে ভারত অংশে বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাউবো নদীর পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।