‘যদি ভোট দিবা পারি, ওদের অস্তিত্ব থাকবে না’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন,‘আজকে গোটা দেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ আছে। একটা খালি নির্বাচন করিবা দেন, দ্যাখেন কুনঠে পালাবেন যদি হামরা সঠিক ভোটটা দিবা পারি। ঠিক না? ভোট দিতে পারলেই দেখবেন যে তাদের অস্তিত্ব থাকবে না।’
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভূতি জানানোর পর এলাকাবাসীর কাছে মির্জা ফখরুল এ সব কথা বলেন।
বিএনপি নেতা আরো বলেন, ‘মানুষের মনের মধ্যে ওরা আজ নাই। এখন তো সরকার আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। প্রশাসনের লোকজন এসে ধরে নিয়ে যাবে, মামলা করবে। যেদিন তারা থাকবে না দেখবেন যে সেদিন তাদের কোনো অস্তিত্ব থাকবে না।’
পরে মির্জা ফখরুল সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এর আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।