রংপুরে তিন ‘জঙ্গি’র আত্মসমর্পণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে রংপুর শহরে আত্মসমর্পণ করেছে একটি ‘জঙ্গি’ দলের তিন সদস্য।
আজ বুধবার সকালে ওই তিনজন আত্মসমর্পণ করে। তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
আত্মসমর্পণকারী তিনজন হলো হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফেজ মাসুদ (১৮), হাফিজুর রহমান (১৫) ও মো. আক্তারুজ্জামান ওরফে আক্তারুল (১৮)। তবে তারা কোন জঙ্গি দলের সদস্য, তা জানা যায়নি।
ওই তিনজনের মধ্যে হাফেজ মাসুদ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লোহারবান গ্রামের মনদেল হোসেনের ছেলে। হাফিজুর রহমান একই উপজেলার বিন্নাগাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে। আর আক্তারুল ঘোড়াঘাটের জয়রামপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।
হাফেজ মাসুদ ঘোড়াঘাটের রামেশ্বর দারুল হুদা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। হাফিজুর একই উপজেলার কলাবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। আর আক্তারুল উপজেলার নারায়ণপুর মিসবাহুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
রংপুরের আর কে রোডের শীতল কমিউনিটি সেন্টারে জঙ্গিবিরোধী সমাবেশ ও জঙ্গি আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনজন আত্মসমর্পণ করে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশী, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ প্রমুখ।
আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে রংপুর র্যাব-১৩। এতে সভাপতিত্ব করে র্যাব ১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্লাহ।