রংপুরের পায়রাবন্দে তিনদিনের আয়োজন
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের ১৩৬তম জম্মদিন ও ৮৪তম মৃত্যু দিবস আজ ৯ ডিসেম্বর, শুক্রবার। এ উপলক্ষে তাঁর জন্মস্থান রংপুর পায়রাবন্দে নেওয়া হয়েছে তিন দিনব্যাপী নানা কর্মসূচি।
সকালে পায়রাবন্দে বেগম রোকেয়ার ‘আতুঁড় ঘর’ হিসেবে পরিচিত স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
ওই সময় জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। এর পর বেগম রোকেয়া ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যদিবস উপলক্ষে পায়রাবন্দ গ্রামে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে। এ ছাড়া বেগম রোকেয়া মহাবিদ্যালয় মাঠে প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৮৮০ সালে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। কলকাতার সোদপুরে দাফন করা হয় তাঁকে।