নাটোরে কলেজশিক্ষক হত্যা : মামলা হয়নি, নেই আটক
নাটোরের লালপুর উপজেলায় কলেজশিক্ষক মোশাররফ হোসেনের হত্যার ঘটনায় আজ শুক্রবার পর্যন্ত করা হয়নি কোনো মামলা। আটক করা হয়নি কাউকে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি জানিয়েছেন।
এদিকে, সকালে নাটোর সদর হাসপাতাল মর্গে মোশাররফ হোসেনের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছায় পাঠানো হয়েছে।
মোশাররফের পরিবারের কয়েকজন সদস্য জানান, লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর মামলার প্রস্তুতি নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফেরার পথে লালপুর উপজেলার তিনখুঁটি এলাকায় প্রভাষক মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন মোশাররফ হোসেন। দুপুরে কলেজ শেষে মোটরসাইকেলে করে নিজ বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা এলাকায় ফিরছিলেন। পথে লালপুরের তিনখুঁটি এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।