নাটোরে জেএমবি সদস্য সন্দেহে একজন আটক
নাটোর সদর উপজেলার একটি বাসা থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও প্রচুর পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ ফজলুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার চাঁদপুর-পাবনা পাড়া থেকে ফজলুর রহমানকে আটক করা হয়।
পুলিশের দাবি, ফজলুর রহমান নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। এ ছাড়া অভিযানে ওই এলাকা থেকে খালিদ নামের আরো একজনকেও আটক করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান জানান, গত রাতে নাটোর সদর উপজেলার চাঁদপুর পাবনা পাড়ায় ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে চারটি পিস্তল, ১৭টি গুলি, ছয়টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে বগুড়া ও নাটোর পুলিশের যৌথ দল। অভিযানের সময় জেএমবি সদস্য ফজলুর রহমানের পাশাপশি খালিদ নামে আরো একজনকে সন্দেহভাজন হিসেবে ওই এলাকা থেকে আটক করা হয়। আটক দুজনকে গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে ফজলুর রহমানকে আটকের পর ওই বাসাটি ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহলী এলাকাবাসীর ভিড়। সকাল থেকে স্থানীয় লোকজনকে বাড়িটির আশপাশে জটলা করতে দেখা যায়।