সিংড়ায় ট্রাকচাপায় আ. লীগের দুই নেতা নিহত
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে উপজেলার জোড়া সেতু এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সিংড়ার চামারী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন বকুল (৪৭) ও আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল আলম (৩৫)।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই দুই আওয়ামী লীগ নেতা নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে সিংড়া শহর থেকে ইটালি ইউনিয়নে যাচ্ছিলেন। জোড়া সেতু এলাকায় একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুই নেতা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য (এমপি), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।