ইন্সটাগ্রামে কোলাজ ছবি-ভিডিওর নতুন ফিচার
দশটি ছবি বা ভিডিও দিয়ে কোলাজ তৈরি করে এক পোস্টের মাধ্যমে আপ করতে পারবেন ইন্সটাগ্রামে। সম্প্রতি এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য চালু করেছে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চের বরাত দিয়ে ভারতের আইটি বিষয়ক ম্যাগাজিন ডিজিট জানায়, মার্চ মাস থেকেই অ্যানড্রয়েড ও আইওএসে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে। ফিচারটির বিজ্ঞাপন ২০১৫ সাল থেকে প্রচার করে আসছিল ইন্সটাগ্রাম।
ফিচারটি ব্যবহার করে পোস্ট দেওয়া খুবই সহজ। যখন আপনি নতুন একটি পোস্ট দেওয়ার জন্য বাটন স্পর্শ করবেন তখন এটি আপনাকে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। সেখানে আপনি ডান দিকে একটি নতুন আইকন লক্ষ্য করবেন। সেই আইকন স্পর্শ করা মাত্রই আপনাকে ১০টি ছবি বা ভিডিও বাছাই করার সুযোগ দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না আপনি ‘নেক্সট’ বাটনটি স্পর্শ করছেন। জেনে রাখা ভালো, এই ফিচারটি শুধু আপনার গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওই নয় বরং এর মাধ্যমে ইন্সট্রাগ্রামে রাখা পূর্বের বুমেরাং ও হাইপারল্যাপস ক্লিপও শেয়ার করতে পারবেন।
কোন ছবির পর কোন ছবি আপনি সাজাবেন তাও ছেড়ে দেওয়া হয়েছে আপনার হাতেই। আপনার আঙুলের সামান্যস্পর্শে আপনি ধারাবাহিকভাবে ছবিগুলো বাছাই করার পাশাপাশি আপনার পছন্দের ছবিকে টেনে আপনার পছন্দের জায়গায় বসাতে পারবেন। প্রত্যেক ইন্সটাগ্রাম পোস্টেরই গুরুত্বপূর্ণ বিষয় ফিল্টার। আর এই ফিচারটি আপনাকে প্রত্যেক ছবির জন্য আলাদা আলাদা ফিল্টার অথবা সব ছবির জন্যই একটি ফিল্টার ব্যবহারের সুযোগ দিচ্ছে।
একটি পোস্টের আপনার গোটা অ্যালবামকে কোলাজ আকারে প্রকাশ করতে পারবেন। ফলে লাইক কমেন্ট বা ক্যাপশনের জন্য আপনাকে একবারই কষ্ট করতে হবে। ইন্সটাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন সিসট্রোম টেকক্রাঞ্চকে জানান, ‘ইন্সটাগ্রামের লক্ষ্য ছিল শুধু একটি গল্পের উল্লেখযোগ্য অংশবিশেষ দেখানো নয় বরং এই ফিচারের মাধ্যমে একটি গল্পকে বর্ণনায় সেরা উপায় খুঁজে বের করা। এই ফিচার তৈরিতে এটাই ছিল আমাদের প্রেরণা।’
ইন্সটাগ্রাম স্বীকার করে নিয়েছে যে কিছু জিনিস তারা স্ন্যাপচ্যাট থেকে নিয়েছে, তবে সেটা ছিল ইন্সটাগ্রামকে সবার ব্যবহার উপযোগী করে তোলার প্রথম ধাপ। কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে ইন্সটাগ্রাম আরেক ধাপ এগিয়ে গেল। ইন্সটাগ্রাম এই ফিচারের প্রচারণায় বলছে, ‘শেয়ার করুন আপনার বন্ধুকে হঠাৎ চমকে দেওয়া জন্মদিনের অনুষ্ঠানের ছবি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। অথবা শেয়ার করুন ধাপে ধাপে একটি চমৎকার কেক বানানোর রেসিপি যা আপনার ইন্সট্রাগ্রামের বন্ধুরা সহজেই দেখতে পাবে।’
আগে ইন্সটাগ্রাম পোস্টে পাঁচটি ছবি কোলাজ করার কথা বলা হলেও এখন ইন্সটাগ্রামের গ্রাহকরা ১০টি ছবি শেয়ার করতে পারবেন একই পোস্টে। ‘ইন্সট্রাগ্রাম স্টোরিজ’ ফিচারের মতো এই ফিচারটিও যে ধীরে ধীরে জনপ্রিয় হবে তা এখনই আঁচ করা যাচ্ছে।