শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থে পাঠ্যসূচি নির্ধারণ করে : সন্তু লারমা
শাসকগোষ্ঠী সব সময় নিজেদের আদর্শ ও স্বার্থের অনকূলে পাঠ্যসূচি নির্ধারণ করে থাকে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
আজ শনিবার সকালে তিন পার্বত্য জেলার প্রথম নারী শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন শেষে সন্তু লারমা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, যারা শিশুদের শিক্ষা দেবে ওই শিক্ষকদের ন্যূনতম যাচাই-বাছাই ছাড়া দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। এরা স্কুলে কী শেখাবে?
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বলেন, সমাজে নারীরা পুরুষের সমমর্যাদা পায় না। নারীরা যতই পড়াশোনা করুক না কেন, শেষ পর্যন্ত নারীদের রান্নাঘরে আবদ্ধ থাকতে হয়। সমাজের উন্নয়নে তাদেরও ভূমিকা প্রয়োজন। শুধু পুরুষের পক্ষে এই সমাজকে পরিবর্তন সম্ভব না।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রাঙামাটি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, প্রাক্তন শিক্ষক নিরুপা দেওয়ান, প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্জুলিকা খীসা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মেয়ে ও ভাষাসৈনিক ড. শহীদুল্লাহর নাতনি কাউসার জাহান ফরিদা, সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রিদুয়ান।
দুদিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে র্যালিটি শুরু হয়ে দোয়েল চত্বর আনন্দ বিহার তবলছড়ি হয়ে স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় স্কুলের প্রাক্তন ছাত্রীরা নেচেগেয়ে আনন্দ উল্লাস করেন। আজ শনিবার অনুষ্ঠানের শেষ দিন। আলোচনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সুবর্ণজয়ন্তীর এই আয়োজন।