প্যারিসের বিমানবন্দরে সেনাদের গুলিতে হামলাকারী নিহত
ফ্রান্সের প্যারিসে অরলি বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
সিএনএন জানিয়েছে, বিমানবন্দরে এক নারী সেনার দিকে বন্দুক তাক করে ওই হামলাকারী বলতে থাকেন, ‘আমি এখানে আল্লাহর নামে মরতে এসেছি… অনেকেই মারা যাবে।’
প্যারিসের সরকারি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলাঁ বলেন, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম জিয়াদ বিন বেলগাচেম। আগের দিন এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে বন্দুক ছিনিয়ে নেওয়ারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
ফ্রাঁসোয়া মলাঁ বলেন, সহিংসতা ও চুরির অভিযোগে সন্দেহভাজন ব্যক্তি কয়েকবার কারাগারে গিয়েছিলেন। এর মধ্যে ২০০৯ সালে পাঁচ বছরের কারাদণ্ড পান তিনি। ফ্রান্সের কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করবেন।
মলাঁ বলেন, প্যারিসের দক্ষিণ অঞ্চলে অরলি বিমানবন্দরের সাউথ টার্মিনালে ঢোকেন বেলগাচেম। এ সময় তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্র ও ব্যাগে ক্যানভর্তি গ্যাস ছিল। হামলাকারী নারী সেনাকে ধরেন এবং তাঁকে ঢাল হিসেবে ব্যবহার করেন। নারী সেনাকে তিনি হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন এবং এরপর অন্য সেনারা তাঁকে গুলি করেন।