লন্ডনের পর এবার বেলজিয়ামে হামলাচেষ্টা
যুক্তরাজ্যের লন্ডনে হামলার একদিন পার না হতেই ইউরোপের দেশ বেলজিয়ামে জঙ্গি হামলার চেষ্টা হয়েছে। দেশটির বন্দরনগরী অ্যান্টওয়ের্পের একটি বাজারে গাড়ি নিয়ে ঢুকে পড়ে সন্দেহভাজন এক হামলাকারী। এতে একজন আহত হয়েছেন।
পুলিশ সামরিক পোশাক পরা সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় অ্যান্টওয়ের্পের ব্যস্ত বাজারে আচমকা ঢুকে পড়ে একটি লাল রঙের গাড়ি। গাড়িটি এক ব্যক্তিকে চাপা দেয়। পরে পুলিশ গাড়িটিতে গুলি করলে চালক গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর পুলিশ ওই গাড়িচালককে আটক করে।
অ্যান্টওয়ের্প পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, হামলাকারী জন্মসূত্রে উত্তর আফ্রিকার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে বেলজিয়ামে বসবাস করে আসছেন। তবে তাঁর পরিচয় জানায়নি পুলিশ।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, একটি ফরাসি নম্বরপ্লেটওয়ালা গাড়ি চালিয়ে হামলা করা হয়। তবে ঘটনাস্থলে লোক কম থাকায় কেউ মারা যাননি।