গাইবান্ধায় দুর্বৃত্তের এসিডে ঝলসে গেল মা-মেয়ে
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে এক নারী ও তাঁর মেয়ের শরীর।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
দুজনকেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে গতকাল রাতে মেয়েকে নিয়ে বাড়ির পেছনে যান এক নারী। ফেরার পথে দুর্বৃত্তরা মা-মেয়েকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় দুজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজীব কুমার জানান, এসিডে ওই নারীর শরীরের ১০ ভাগ ও তাঁর মেয়ের চার ভাগ ঝলসে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই পরিবারের সদস্যদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মা-মেয়ের ওপর এসিড নিক্ষেপ করেছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।