হবিগঞ্জে মানবপাচারকারী সন্দেহে গ্রেপ্তার ৩
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মানবপাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় এক নারীকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার ওসমানপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওই গ্রামের আবদুস সালাম (৩৫), বাসুল্লা গ্রামের আবদুল হান্নান (২৭) ও নিশ্চিন্তপুর গ্রামের সৈয়দ আলী (৪৫)।
র্যাব-৯ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী দাবি করেন, ‘সকালে র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আবদুল সালাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে এক নারীকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।’
র্যাব কর্মকর্তা মাঈন উদ্দিন চৌধুরী আরো দাবি করেন, জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রামের সহজ-সরল নারীদের ভালো চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁদের নিয়ে আসেন। এরপর ওই সব নারীকে বিভিন্ন দেশে পাচার করে দেওয়া হয়। পাচার করতে না পারলে ওই সব নারীর পরিবারের কাছ থেকে পাচারকারীরা মুক্তিপণ আদায় করে থাকেন। ওই নারীকেসহ আটক তিন ব্যক্তিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।