খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে, হুমকিতে শহর রক্ষা বাঁধ
হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে আজ রোববার সকালে নদীর পানি বৃদ্ধি পায়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানা যায়, গতকাল শনিবার রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর হঠাৎ করেই পানি বাড়তে থাকে। আজ সকাল ১০টায় বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। পরে দুপুর ১টার দিকে পানি বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। এ ছাড়া আজমিরীগঞ্জ উপজেলা সদরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর উপসহকারী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, দেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাউবোর পক্ষ থেকে খোয়াই তীর পরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তাওহিদুল ইসলাম বলেন, প্রতিরক্ষা বাঁধগুলোতে পাহারাদারসহ পাউবোর লোকজন রয়েছেন। হাওরগুলোতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে হাওরের যে জমিগুলো কিছুটা উঁচুতে ছিল সেগুলো পানিতে তলিয়ে যাচ্ছে।