কুপিয়ে সাগরে ফেলে দেওয়া জেলের লাশ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষে কুপিয়ে সাগরে ফেলে দেওয়া একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ আবদুল মান্নান সরদার (৫০) নামের ওই জেলের লাশ উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন রাঙাবালীর চরবিশ্বাসের চরবাংলা গ্রামের আক্কাস গাজী, আলমগীর ও রিয়াজ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত ১৫ জুন রাতে সাগরে মাছ ধরার সময় কলারপাড়া লালুয়া ইউনিয়নের আনোয়ার গাজী ও সালাম গাজীর ট্রলার স্রোতের টানে অন্য একটি ট্রলারের ওপর উঠে পড়ে। এ নিয়ে দুই ট্রলারের জেলেদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় জেলে আবদুল মান্নানকে কুপিয়ে সাগরে ফেলে দেওয়া হয়। এর পর থেকে মান্নান সরদার নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় কুয়াকাটার গঙ্গামতির চরে লাশটি ভেসে ওঠে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহত ব্যক্তির শরীরে ছয়টি কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।