‘নিরপেক্ষতা বজার রেখে খবর দেয় এনটিভি’
নানা আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাডস কেজি অ্যান্ড হাইস্কুল মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা রফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. আবু জাহির বলেন, এনটিভি একটি জনপ্রিয় টিভি চ্যানেল। আমরা সাংবাদিকদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি।
সভায় বক্তারা আরো বলেন, এনটিভি বাংলাদেশের জনপ্রিয় একটি চ্যানেল। এই চ্যানেলটি অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছে।
পরে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এমপি অ্যাডভোকেট আবু জাহির। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।