নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, নিরাপদ আশ্রয়ে জেলেরা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। সাগর উত্তাল থাকায় উপকূলে নিরাপদে আশ্রয় নিয়েছে জেলেরা।
নিম্নচাপের প্রভাবে দুদিন ধরে দফায় দফায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বন্ধ রয়েছে পায়রা বন্দরের কার্যক্রম।
কুয়াকাটা-আলীপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, সমিতির পক্ষ থেকে সব ট্রলার মালিক ও জেলেদের ফোন ও মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ছয় শতাধিক ট্রলার উপকূলে এসে আশ্রয় নিয়েছে।
জোয়ারের সময় তিন থেকে চার ফুট উঁচু ঢেউ তীরে আছড়ে পড়ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে পানি কিছুটা বেড়েছে।
কলাপাড়া রাডার স্টেশন সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এদিকে, টানা বর্ষণে পটুয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কর্মজীবী মানুষের কর্মচাঞ্চল্যতা স্থবির হয়ে পড়েছে।