মালয়েশিয়ায় পাচারকারীদের হাত থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় পাচারকারী চক্রের হাত থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অভিবাসন বিভাগ ওই ১৪ বাংলাদেশিকে উদ্ধার করে। মালয়েশিয়ার ইংরেজি পত্রিকা স্টার অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী জানান, মানবপাচারকারীরা তিন বাংলাদেশি এজেন্টসহ কয়েকজনকে মালয়েশিয়ায় নিয়ে এসে একটি বাড়িতে আটকে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় ‘স্পেশাল অপারেশন্স ইন্টেলিজেন্স’ বিভাগের একটি দল বাড়িটিতে অভিযান চালিয়ে ১৪ জনকে উদ্ধার করে। ওই সময় পাচারচক্রের সঙ্গে যুক্ত তিন দালালকে গ্রেপ্তার করা হয়।
মুস্তাফার আলী আরো জানান, অর্থ আদায়ের উদ্দেশ্যে পাচারকারীরা উদ্ধারকৃত ১৪ জনকে দুটি কক্ষে গাদাগাদি করে রেখেছিল। অভিযানের সময় ওই দুটি ঘরের দরজা বন্ধ ছিল। উদ্ধারকারী দলের সদস্যরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন।
এ ছাড়া অভিযানে ২০টি মোবাইল ফোন এবং পাচারকারীদের কাছ থেকে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত উদ্ধারের খবরও জানান তিনি।
মুস্তাফার আলী বলেন, ‘আমাদের বিশ্বাস গত বছরের ডিসেম্বরে যে মানবপাচারকারী চক্রটিকে তাঁরা আটক করেছিলেন, সেই চক্রের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে।’
এভাবে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত আরো সদস্যদের আটক করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে বিকেলে ১৪ বাংলাদেশিকে উদ্ধারের পর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ওই এলাকা থেকে ১৬ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ১০ জনই শিশু। দেশটির সেগেমবাত দালাম জেলার ‘বুকিত প্রিমা পেলাংগি’ এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে প্রায় ১০০টি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের’ প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনফোর্সমেন্টের’ প্রধান মোহাম্মেদ ইউসুফ খান মোহাম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম ‘দ্য স্টার’-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক। এদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১৬ জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার ও শ্রীলঙ্কার।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৯ নারী এবং ১০ শিশু রয়েছে বলেও অভিবাসন দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
অভিযানের পর কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের’ প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল জানান, এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে বসবাস করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।