ডাক বিভাগের মাধ্যমে সৌদি প্রবাসীদের পাসপোর্ট নবায়ন শুরু
মধপ্রাচ্যের দেশ সৌদি আরব সরকারের ডাক বিভাগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন জমা ও নবায়নের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার থেকে দেশটির রাজধানী রিয়াদে সৌদি ডাক বিভাগের বিভিন্ন শাখা থেকে এ প্রক্রিয়া শুরু হয়।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক বিভাগের মাধ্যমে পাসপোর্ট নবায়নের ফলে সময় ও কর্মঘণ্টার সাশ্রয় হবে। একই সঙ্গে বাঁচবে ভ্রমণ ব্যয়।
সৌদি ডাক বিভাগের নির্ধারিত শাখাগুলো থেকে চালু হওয়া এমআরপি নবায়নের কাজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর আর কোনো আবেদন জমা নেওয়া হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সৌদি ডাক বিভাগের মাধ্যমে এ সেবা নিতে রাজধানী রিয়াদের ভেতরে নির্ধারিত ফির চেয়ে ৪০ রিয়াল বেশি লাগবে। রিয়াদের বাইরের কোনো শহর থেকে সেবা নিতে বাড়তি ৮০ রিয়াল পোস্ট অফিসে জমা দিতে হবে।
এমআরপি নবায়নের জন্য মেয়াদোত্তীর্ণ মূল পাসপোর্ট ও মূল ইকামা প্রদর্শনের সঙ্গে নিয়ে যেতে হবে। এ ছাড়া নবায়ন ফরম পূরণের পাশাপাশি পাসপোর্ট ও ইকামার এক কপি করে ফটোকপি জমা দিতে হবে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।