ঈদে ৮০৩ কয়েদিকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত
ঈদুল আজহা উপলক্ষে কয়েদি মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আদেশক্রমে দেশের বিভিন্ন কারাগার থেকে ৮০৩ জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।
দেশের বিভিন্ন কারাগারে ক্ষমাপ্রাপ্ত বন্দিরা বিভিন্ন অপরাধের জন্য সাজা ভোগ করছিল। শেখ খলিফা আর্থিক দণ্ড থেকেও এসব বন্দিকে ক্ষমা করে দিয়েছেন।
খলিফার বিশেষ ক্ষমায় এই বন্দি মুক্তি দিয়ে থাকে দেশটি। ক্ষমাপ্রাপ্ত বন্দিরা জেল অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করবেন। সুনাগরিক হিসেবে পরিবার ও সমাজে ফিরে যাবেন। এ জন্যই তাঁদের মুক্তি দেওয়া হয়।
প্রতিবছর ধর্মীয় উৎসবগুলোতে দেশটির শাসক এ রকম বিভিন্ন মেয়াদের সাজা মুক্তি ও আর্থিক সাজাও মাফ করে দেন। গত বছর শেখ খলিফার নির্দেশে ভালো আচরণের জন্য এক হাজারের বেশি বন্দিকে মুক্ত করা হয়।