আমিরাত বাংলাদেশ কমিউনিটির নেতাকে হত্যার হুমকি
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির নেতা মোহাম্মদ সুনিককে চাঁদার দাবিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে মোহাম্মদ মহসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দুবাই বিজনেসম্যান কাউন্সিলরের নির্বাহী সদস্য মোহাম্মদ সুনিক।
সুনিক গত ৬ সেপ্টেম্বর আরব আমিরাতের কনসাল জেনারেলের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। পাশাপাশি তিনি আমিরাতে অবস্থান করা প্রবাসী সাংবাদিকদের বিষয়টি জানান।
প্রবাসী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ‘সুনিক নামের কাউকে চিনি না। তাঁর কাছে চাঁদা দাবি করিনি। ওনার সাথে আমার কখনো কথা হয়নি। সুনিক আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। সুনিক এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত।’
প্রবাসী ব্যবসায়ী সুনিক বলেন, ‘ব্যবসায়িক কারণে দীর্ঘ সময় ধরে আরব আমিরাতে অবস্থান করছি। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে মহসিন নামের এক ব্যক্তি পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছেন। গত ঈদে ছুটিতে বাড়িতে এলে মহসিন ২০ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমকি দিতে থাকেন। এ টাকা না দিলে পরিবারকে হত্যা ও গুমের হুমকি দেন। এরপর আমি পালিয়ে আরব আমিরাতে চলে আসি।’
সুনিক অভিযোগ করেন, মহসিন ও তাঁর পরিবার এলাকায় সন্ত্রাসী পরিবার হিসেবে পরিচিত। দুই বছর আগে তাঁর দুই ভাইয়ের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে গণপিটুনিতে নিহত হয় ফরিদ ওরফে টাইগার ফরিদ ও আবু সিদ্দিক ওরফে ছুরি আবু। দুই ভাই নিহত হওয়ার পর তাদের বাহিনীর নিয়ন্ত্রণ করছেন মহসিন।
এদিকে খবর নিয়ে জানা যায়, মহসিন এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। কয়েকদিন আগে জেল থেকে জামিনে মুক্ত হন তিনি।
চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘প্রবাসী এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’