‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের’ বোমা বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি শ্রমিক।
গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) বন্দর মালয়েশিয়া রেলস্টেশনে এই বিস্ফোরণ ঘটে।
দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম ‘বারনামা’র বরাত দিয়ে ‘স্ট্রেইটস টাইম’সহ আরো বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
কুয়ালালামপুরের পুলিশপ্রধান অমর সিং জানান, প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুঁতে রাখা একটি পুরোনো বোমার বিস্ফোরণ হয়। ওই সময় শ্রমিকরা রেলস্টেশনের নির্মাণকাজ করছিলেন।
বোমা বিস্ফোরণের ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। পরে একজনের মৃত্যু হয়। অপর দুই শ্রমিক পা হারান। আহত শ্রমিকদের তাৎক্ষণিক কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেদনগুলোতে বাংলাদেশি নিহত ও আহত শ্রমিকদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের ২৫ জনের একটি দল উদ্ধারকাজে অংশ নেন।