খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা, মালয়েশিয়ায় যুবদলের প্রতিবাদ
কয়েকটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়ার কামপুংজাওয়া শাখার নেতাকর্মীরা।
স্থানীয় সময় রোববার কামপুংজাওয়ার একটি রেস্তোরাঁয় ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাহিদ বেপারী মান্নান। সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া ও রোমান বেপারী এটি যৌথভাবে সঞ্চালনা করেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন কেলাং বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার কামপুংজাওয়া বিএনপির সভাপতি মোহাম্মদ আবু সাঈদ বাবুল, কেলাং মহানগর বিএনপির সহসভাপতি মোহাম্মদ মোস্তফা, রেজাউল করিম, দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় দেওয়া বক্তব্যে কামপুংজাওয়া যুবদলের কয়েকজন নেতা বলেন, খালেদা জিয়াকে দেশের বাইরে রেখে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে পৌঁছার পর খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে কঠিন জবাব দেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।