মালয়েশিয়ার পাসপোর্ট জালিয়াতিতে ছয় বাংলাদেশিসহ আটক ৯
ভুয়া বাংলাদেশী পাসপোর্ট বানানোর অভিযোগে নয়জনকে আটক করেছে মালয়েশিয়ার পেনাং ইমিগ্রেশন পুলিশ।তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি আছেন।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলুতজ্ঞের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়।
মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এ তথ্য জানিয়েছেন।
মুস্তাফার আলী বলেন, প্রাথমিক তদন্ত করে দেখা গেছে এক বাংলাদেশী পাসপোর্ট জালিয়াতির মূল পরিকল্পনাকারী। আটক নয়জনের মধ্যে ছয়জন বাংলাদেশি, দুজন শিশু এবং একজন ইন্দোনেশিয়ান নারী আছেন।
অভিযানের সময় ৯৪টি বাংলাদেশী পাসপোর্ট, বিভিন্ন ধরনের কাগজপত্র এবং ১৫ হাজার মালয়েশিয়ান রিংগিত উদ্ধার করা হয়েছে।
মুস্তাফার আলী আরো বলেন,‘আমরা ধারণা করছি এই ধরনের ভুয়া পাসপোর্ট করে বাংলাদেশি শ্রমিক এবং নিয়োগকর্তাদের কাছে এজেন্টরা বিক্রি করছে।আমাদের তদন্ত চলছে। পাসপোর্ট জালিয়াতির কাজ যদি অন্য কোনো এজেন্ট করে থাকে তাহলে আমরা তাদের খুঁজে বের করে সাজার ব্যবস্থা করব।’
ইমিগ্রেশন মহাপরিচালক জানান, ওই বাংলাদেশী এজেন্ট ২০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছে এবং ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করেছেন। তদন্ত করা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।