দুবাইয়ে বুরকিনি পরায় বের করে দেওয়া হলো নারীকে!
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুরকিনি পরে গোসল করতে নামায় যুক্তরাষ্ট্রের এক মুসলিম নারীকে সুইমিংপুল থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন ওই মুসলিম নারী দুবাইয়ের রেমরাম আবাসিক এলাকায় থাকেন। ঘটনার সময় তিনি বুরকিনি পরে (সুইমিংপুলে গোসলের জন্য মাথা থেকে পা আবৃত পোশাক) তাঁর স্বামীর সঙ্গে একটি সুইমিংপুলে গোসল করছিলেন।
এ সময় তাঁর বিরুদ্ধে আঁটসাঁট পোশাক না পরে সুইমিংপুলে নামায় অভিযোগ এনে তাঁকে বের করে দিতে বলা হয়।
ওই নারী গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বুরকিনি পরে ছিলাম। এটা অন্য সব বুরকিনির মতো আঁটসাঁট ছিল না। শালীনতার কারণেই আমি সেটা পরে ছিলাম।’
ওই নারী জানান, তিনি ফ্রান্সের একটি ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে বুরকিনিটি কিনেছিলেন।
অভিযোগ করার পাঁচ মিনিটের কম সময়ের মধ্যেই এক নিরাপত্তাকর্মী ওই নারীর কাছে এসে বলেন, ‘আপনি যদি সুইমিংপুলে অবস্থান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আরো আঁটসাঁট পোশাক পরতে হবে।’
দ্বিতীয়বার সেখানকার ম্যানেজারের কাছে অভিযোগ করার পর ঘটনাটি দ্রুতই আরো সামনের দিকে এগোচ্ছিল। নিরাপত্তাকর্মী আবার ওই দম্পতির কাছে এসে বুরকিনি নিয়ে উদ্বেগের বিষয়টি জানান।
ওই নারী জানান, তিনি বুঝতে পারছিলেন না যে শালীন পোশাক পরায় কেন তাঁর সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। তিনি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
ওই নারী বলেন, ‘আমি আমার নাগরিক অধিকারের কথা ভাবছিলাম। আমি পুলিশ ডাকার কথা ভাবছিলাম। কারণ এই বিষয়টির সঙ্গে ইসলাম জড়িত। আমি রেগে গিয়েছিলাম, অন্ততপক্ষে মুসলিম দেশে নারীদের শালীন পোশাক পরার বিষয়টি মেনে নেওয়া উচিত।’