জয়ের প্রত্যয় অধিনায়ক সাইফের মুখে
জিততেই খেলতে এসেছে বাংলাদেশ। আর জয়ের প্রত্যয়ের কথাই জানালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।
আগামীকাল থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হচ্ছে যুব এশিয়া কাপ। তবে বাংলাদেশের খেলা এর পরের দিন। আগামী শনিবার বাংলাদেশ খেলবে নেপালের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ওই প্রেস ব্রিফিংয়ে অংশ নেন আটটি দলের অধিনায়ক।
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে যুব এশিয়া কাপ। এ গ্রুপে আছে বাংলাদেশ। ওই গ্রুপে অন্য তিনটি দল হচ্ছে ভারত, নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে বি গ্রুপে আছে, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ দলের ম্যানেজার দেবব্রত পাল জানান, জয়ের উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ।
আগামী ১৩ নভেম্বর মালয়েশিয়া এবং ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে সাইফের দল। দুই গ্রুপের সেরা দুটি করে দল খেলবে সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।