সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে
মালয়েশিয়ার জোহর প্রদেশ বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার জোহর প্রদেশ বিএনপির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোহর প্রদেশ বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জয়নাল আবেদীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জোহর প্রদেশ বিএনপির সভাপতি এম জে আলম।
প্রধান অতিথি বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার অনেক আগেই দেশবাসীর কাছে অযোগ্য হয়ে পড়েছে। হত্যা-গুম করে এ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। নির্বাচন ভীতু হাসিনা সরকার বিনা ভোটে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বিএনপিকে ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচন সহায়ক সরকারের অধীনে দিতে বাধ্য করা হবে।
এম জে আলম আরো বলেন, ৭ নভেম্বর না হলে বাংলাদেশে বহুদলীয় রাজনীতি কিংবা গণতন্ত্রের বিকাশ ঘটত না। সেদিন সিপাহি-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশকে উপহার দিয়েছিল একজন শান্তির দূত। সেইসঙ্গে ৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
আবদুল মজিদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জোহর প্রদেশ বিএনপির সহসভাপতি এমদাদুল হক কনক, মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক এম এ মান্নান, যুগ্ম সম্পাদক ইউসুফ পাটোয়ারী, আবু সালেহ মানিক, সাংগঠনিক সম্পাদক জিলাল হোসেন, সহসাংগঠনিক নূরে আলম লরেন্স, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সচিব দেলোয়ার হোসেন, সহদপ্তর সম্পাদক এমরান হোসেন জামাল।