মালয়েশিয়ায় জাল পাসপোর্টের সরঞ্জামসহ ১৫ বাংলাদেশি আটক
জাল পাসপোর্ট, ই-কার্ড, আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।
আজ বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলী।
সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে পুলিশ প্রধান বলেন, তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের ওপর নজর রাখছিল। গতকাল মঙ্গলবার সেরি কামবানগানের সেরডাং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এই চক্রকে হাতেনাতে আটক করা হয়।
চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত বা প্রায় ছয় লাখ টাকা আয় করত বলেও অভিযোগ করেন এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলন আরো জানানো হয়, আটককৃতদের মধ্যে সবাই বাংলাদেশি যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র সরবরাহ করত এই চক্রটি। প্রায় এক বছর ধরে এই চক্রটি সক্রিয়।