মন কোথায় থাকে?
মন নিয়ে কবি সাহিত্যিকরা কবিতা লিখেছেন; এটি নিয়ে রচিত হয়েছে শত শত গান। মন নিয়ে যেন ভাবনার অন্ত নেই আমাদের। তবে এই মনের অবস্থান আসলে কোথায়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফাহমিদা ফেরদৌস। বর্তমানে তিনি জেড. এইচ সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
এনটিভি : আসলে মন থাকে কোথায়, মাথায় না কি বুকে?
ডা. ফাহমিদা ফেরদৌস : আপনি কি বিশ্বাস করেন আপনার মন রয়েছে? প্রশ্নটা না হয় আমিই করি। আপনার কি মন রয়েছে?
এনটিভি : আমি তো বিশ্বাস করি রয়েছে।
ডা. ফাহমিদা ফেরদৌস : এই মনকে আপনি কখন পেয়েছেন?
এনটিভি : যখন থেকে আমি বুঝতে শিখেছি, আমি জানি। তবে এর আগেও ছিল কি না বিশেষজ্ঞ হিসেবে আপনি বলতে পারবেন।
ডা. ফাহমিদা ফেরদৌস : শিশু যখন মাতৃগর্ভে চলে আসে, তখন তিন সপ্তাহের মধ্যে মস্তিষ্কের গঠন শুরু হয়ে যায়। মস্তিষ্কের যে গঠন শুরু হয়, তখন থেকেই মানসিক বিকাশ শুরু হয়। যদিও মাতৃগর্ভে মানসিক বিকাশ শুরু হয়, তবে তার শিক্ষা শুরু হয় জন্মের পর থেকে। জন্মের পর থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের যে মস্তিষ্ক রয়েছে, তার মধ্যে কিছু আন্তঃ সংযোগ হয়, যাকে আমরা বলি সাইনাপটিক কানেকশন। এই সাইনাপটিক কানেকশনের সঙ্গে আমাদের পরিবেশ, পরিবার, চারপাশের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসার সংযোগ হয়। এই শিক্ষাটাই এক সময় আমাদের মনকে তৈরি করে বা মানসিক একটি বিকাশের সঙ্গে যুক্ত হয়।
এনটিভি : তাহলে মনটা তো বুকে নয়, মস্তিষ্কে থাকে?
ডা. ফাহমিদা ফেরদৌস : মস্তিষ্কের বিষয় এটি। মন থাকে মস্তিষ্কে। মানুষ বলতে বুঝি দুটো বিষয়। শারীরিক গঠন ও মানসিক গঠন। এই দুইয়ের সমন্বয় হলো মানুষ।
কেবল শারীরিকভাবে সুস্থ হলেই হবে না, আপনাকে মানসিকভাবে সুস্থ হতে হবে। পশু জাতির সঙ্গে মানব জাতির পার্থক্য হয়েছে কেবল মন দিয়ে। মন হলো নাউন (নাম বাচক)। এর প্রোনাউন (গুণ বাচক) হলো মানসিক।