মালয়েশিয়ায় ‘বাংলাদেশি স্টুডেন্টস নাইট’ ২৫ নভেম্বর
আগামী ২৫ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি স্টুডেন্টস নাইট ২০১৭’।
মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রফেশনালদের উদ্যোগে ইউনিভার্সিটি মালয়ার দেওয়ান টুঙ্কু চ্যান্সেলর হলে আয়োজন করা হবে এ অনুষ্ঠান। আয়োজকদের দাবি, মালয়েশিয়ায় এটি বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড সংগীতের গ্রুপ আর্টসেল। এ ছাড়া দর্শকদের মাতিয়ে রাখতে মঞ্চে থাকবে দ্য স্পেকট্রা ম্যানেজমেন্ট ক্রু, ইউনিভার্সিটি মালয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, হেল্প ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক দল।
প্রতিবছরের মতো মালয়েশিয়ার ৫০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী ছাড়াও এতে অংশ নেবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানে কোনো প্রবেশমূল্য নেই।
আয়োজক রাশিক আদিত হায়দার জানান, বিদেশিদের মধ্যে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে ও প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির স্বাদ উপভোগ করাতেই আমাদের এই আয়োজন। প্রতিবারের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা আমাদের এই আয়োজন স্বপরিবারে উপভোগ করবেন বলে আশা করছেন তিনি।
অনুষ্ঠানে মূল স্পন্সর থাকছে বিডি ফোন, গোল্ড স্পন্সর প্রাণ ও ফেলডা মোবাইল, সিলবার স্পন্সর কে পি জে হেলথ কেয়ার, স্টার কাবাব, এয়ারলাইন পার্টনার ইউএসবাংলা, হোটেল পার্টনার ডি মার্ক।