এরশাদের সুস্থতা কামনায় মালয়েশিয়ায় দোয়ার অনুষ্ঠান
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া জাতীয় পার্টি।
রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিন্তাংর রসনা বিলাস রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এস এম রহমান পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা মালয়েশিয়া জাতীয় পার্টির প্রচার সম্পাদক শাহ আল শেখ।
এ সময় প্রধান আলোচক ছিলেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুর রহমান দেলোয়ার, বিশেষ আলোচক ছিলেন মালয়েশিয়া জাতীয় পার্টির সহসভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ও সহধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. আজিজুল হক।
সভাপতির বক্তব্যে এস এম রহমান পারভেজ বলেন, ‘দেশের মানুষ এখন আওয়ামী লীগ-বিএনপির কর্মকাণ্ডে বিরক্ত। এজন্য তাঁরা বিকল্প খুঁজছে। আর জাতীয় পার্টিই হতে পারে যোগ্য বিকল্প। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির আমলে।'
রহমান পারভেজ আরো বলেন, ‘রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ এরশাদের বিকল্প নেই। এজন্য আবারও জাতীয় পার্টিকে ক্ষমতার আনতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া জাতীয় পার্টির সহধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. আজিজুল হক।