মালয়েশিয়ায় তারেক রহমানের জন্মদিন উদযাপিত
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উদযাপন করেছে জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখা। স্থানীয় সময় সোমবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জু খাঁ। সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইলিয়াসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন, ‘তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক। সরকার তারেক রহমানের জনপ্রিয়তা দেখে দিশেহারা হয়ে গেছে। জনগণের উপর স্ট্রিম রোলার চালিয়ে আবারো ক্ষমতায় আসতে চায়। আগামী নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র ফিরিয়ে আনবেন। হামলা-মামলা দিয়ে কোনো লাভ হবে না। জিয়া পরিবারের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপি সহসভাপতি তালহা মাহমুদ, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মালয়েশিয়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ বাদল আহমেদ প্রমুখ।