জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত
জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার বিকেলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিবপাশা গ্রামে খান বাহাদুর ওয়াকফ এস্টেটের জমির দখল নিয়ে খেলু মিয়া ও মাসুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আজ বিকেলে খেলু মিয়ার মামা সেলিম মিয়াকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এরই পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খেলু মিয়ার ভাই সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, জায়গা জমি ছাড়াও খেলু মিয়া ও মাসুক মিয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই সংঘর্ষ হয়েছে।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে শিবপাশা এলাকার বাসিন্দা হিসেবে হাসপাতালে আহতদের দেখতে যান স্থানীয় দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শরীফ চৌধুরী। সেখানে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।